ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

ফ্রান্সে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৩, ২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখো বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষার জন্য যেকোনো ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দেশের শান্তি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে। দেশটিতে জ্বালানির দাম বাড়ানো নিয়ে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশ বাহিনীর সঙ্গের পর তিনি এসব কথা বলেন। রোববার তিনি সংঘর্ষ প্রবণ এলাকা পরিদর্শন করেছেন। দেশটিতে যেকোনো সময় প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন সহিংসতা থামাতে।

ওই সংঘর্ষে ১৩৩ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এর মধ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর ৩৩ জন সদস্যও রয়েছেন। আর নিরাপত্তা বাহিনী ৪১২ জন বিক্ষোভকারীকে এ পর্যন্ত গ্রেফতার করেছে। শনিবারের এই বিক্ষোভটি ছিল এই দশকের সবচেয়ে খারাপ অবস্থান। দেশটির একটি মন্ত্রণালয়ের সামনে প্রায় ৭৫ হাজার বিক্ষোভকারী শনিবার অবস্থান নেন।

বিক্ষোভকারীরা দেশটির প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছেন। তারা স্লোগান দিচ্ছেন ম্যানুয়েল ম্যাখোর পদত্যাগ চাই। দেশটিতে যেকোনো সময় জরুরি অবস্থা ঘোষণা আসতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি