ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

ফ্রি ফায়ার গেমস কেড়ে নিল যুবকের প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ রবিন নামে এক যুবক নিহত হয়েছে।

সদর উপজেলার মুসলিম নগর এলাকায় সোমবার সন্ধ্যা ৭ টার দিকে ওই সংর্ঘষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নিহত মোঃ রবিন ফতুল্লার মোসলিম নগরের নয়াবাজার এলাকায় মোহাম্মদ হোসেন এর ছেলে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ফতুল্লা) নাজমুল হাসান জানান, সন্ধ্যায় মুসলিম নগর এলাকায় মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষ বাঁধে। এসময় রবিন নামে নামে এক যুবককে ইট দিয়ে আঘাত ও ছরিকাঘাত করে রক্তাক্ত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদেন্তর জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় ২ জনকে আটক করা হয়েছে পাশাপাশি যারা যারা ঘটনার সাথে জড়িত তাদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হবে বলে জানান তিনি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি