ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বকেয়া বেতন ও চাকুরী স্থায়ী করার দাবী বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশনের

প্রকাশিত : ১৮:৩৯, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৯, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

দেড় বছরের বকেয়া বেতন ও চাকুরী স্থায়ী করার দাবী জানিয়েছে বাংলাদেশ নকল নবীশ এসোসিয়েশনের নেতারা।  শুক্রবার দুপুরে তেজগাঁও রেজিস্ট্রেশন কমপেক্স এ আয়োজিত এক বিভাগীয় সমাবেশে তারা এ দবী জানান। বক্তারা বলেন, সরকারের রাজস্ব খাতে রেজিস্ট্রেশন বিভাগ থেকে কোটি কোটি টাকা আদায় করা হলেও তাদের বেতন বন্ধ রয়েছে প্রায় ১৮মাসেরও বেশী সময়। আর এতে করে সারা দেশের প্রায় ১৫ হাজার এক্সা-মহরার মানবেতর জীবন যাপন করছে। এছাড়া যুগের পর যুগ চাকরী করেও চাকরী স্থায়ী না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও চাকুরী স্থায়ী করা না হলে লাগাতর ধর্মঘটে যাওয়ার হুমকিও দেন বক্তারা। ঢাকা জেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় ও কেন্দ্রীয় নেতার বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি