ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীর নাগরিকত্বের আবেদন খারিজ হওয়ার খবর সত্য নয়ঃ আইনমন্ত্রী

প্রকাশিত : ১৫:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:০৯, ২৪ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর খুনী নূর চৌধুরীর নাগরিকত্বের আবেদন কানাডার আদালতে খারিজ হওয়ার খবর সত্য নয় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রী এ’কথা বলেন। নূর চৌধুরী ও রাশেদ চৌধুরীর অবস্থান জানা গেছে, তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলেও জানান আইনমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরে নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া, যুক্তরাষ্ট্রে বসবাসরত রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরের সময়ে আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি