ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত : ১০:২২, ১৪ আগস্ট ২০১৬ | আপডেট: ১০:২২, ১৪ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি। টুঙ্গিপাড়ায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। জাতীয় শোক দিবসে জাতির জনকের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোকের আবহ। বিভিন্ন স্থানে টানানো হয়েছে কালো পতাকা, নির্মাণ করা হয়েছে কালো তোরণ। বঙ্গবন্ধুর সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, লাইব্রেরী, সংগ্রহশালা, মসজিদ, বকুলতলা চত্ত্বর এলাকায় চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে দিনভর ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সার্বিক নিরাপত্তায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শোকাবহ ১৫ আগস্টে শোককে শক্তিতে পরিণত করে সম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ় করে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরুদ্ধে সবাই সোচ্চার হবে বলে আশা করছেন গোপালগঞ্জবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি