ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

বঙ্গবন্ধু হলের ভিপি আকমল, জিএস মেহেদী

প্রকাশিত : ২০:১২, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ২০:৪৭, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদ নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী আকমল হোসেন। এছাড়া জিএস পদে মো. মেহেদী হাসান শান্ত ও এজিএস পদে মো. জুলফিকার হাসান নির্বাচিত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় ফলা ফল ঘোষণা করা হয়।

আকমল হোসেন ৯৭৯ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন। জিএস পদে মো. মেহেদী হাসান শান্ত ৯৯৫ ভোট ও এজিএস হিসেবে মো. জুলফিকার হাসান ১০১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরা সবাই ছাত্রলীগ মনোনীত প্যানেলের প্রার্থী।

এদিকে, সাহিত্য সম্পাদক পদে মো. আব্দুল কাদের ৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল মিলিয়ে এ নির্বাচনে ভোটার সংখ্যা ৪৩ হাজার ২৫৫ জন। সোমবার সকাল ৮টা থেকে সব হলে একসঙ্গে ভোট শুরুর কথা থাকলেও ব্যালটবাক্স সিলগালা করা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও প্রভোস্টের বাদানুবাদ নিয়ে রোকেয়া হলে এক ঘণ্টা দেরিতে ভোটগ্রহণ শুরু হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি