বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায়ের কৌশল পরিবর্তন বনদস্যুদের
প্রকাশিত : ১০:৪১, ১৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪১, ১৮ অক্টোবর ২০১৬
বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায়ের কৌশল পরিবর্তন করেছে সুন্দরবনের বনদস্যুরা। আগে অপহরণ করে মুক্তিপণ আদায় করতো। আর এখন আগেভাগেই বিকাশের মাধ্যমে টাকা নিয়ে বনজীবীদের বনে ঢোকার টিকিট দিচ্ছে দস্যুরা।
জীবন ও জীবিকার তাগিদে সুন্দরবনের গহীনে প্রবেশ করেন বনজীবীরা। কিন্তু হিংস্র জীবজন্তুর কবল থেকে রক্ষা পেলেও রেহাই নেই বনদস্যু বাহিনীর কবল থেকে। সম্প্রতি কয়েকটি বাহিনী আত্মসমর্পণ করলেও থেমে নেই তাদের দৌরাত্ম্য।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের প্রায় সবখানেই রাজত্ব কায়েম করেছে বনদস্যু ন-মিয়া ভাই, জোনাব, আলম, রেজাউল ও আল-আমিন বাহিনীসহ নাম না জানা অনেক বনদস্যু বাহিনী। বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করছে তারা। কিন্তু সম্প্রতি মুক্তিপণ আদায়ের কৌশল পরিবর্তন করেছে বনদস্যু বাহিনীগুলো।
বনদস্যুদের তৎপরতা বন্ধে পশ্চিম সুন্দরবন এলাকায় কঠোর নজরদারি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
বনদস্যুদের হাত থেকে বাঁচতে অনেকে পেশা ছেড়েছেন।
আরও পড়ুন