ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন পবিপ্রবি শিক্ষকরা

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৫, ২৫ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

দেশের বন্যাকবলিত মানুষদের সহায়তায় সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকবৃন্দ। 

শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশে চলমান আকস্মিক বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যার্থে পবিপ্রবি শিক্ষক সমিতি শনিবার (২৪ আগস্ট) সকাল ১১টায় এক জরুরি অনলাইন সাধারণ সভার আয়োজন করে। উক্ত সভার সিদ্ধান্ত অনুযায়ী বন্যার্তদের সহায়তায় পবিপ্রবির শিক্ষকবৃন্দের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

অনতিবিলম্বে অর্থ প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি