ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ববি ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

প্রকাশিত : ২২:১৩, ৩ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সহিংস হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করতে দেখা যায় একদল শিক্ষার্থীদের। বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে এই মিছিলে দেখা গেছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে টিএসসিতে এসে এ বিক্ষোভ মিছিলটি শেষ হয়। 

বিক্ষোভ মিছিলের কয়েকটি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বেশ কয়েকজন ছাত্রদলের ব্যানারে উপস্থিত ছিলেন। বিগত দিনের ছাত্রলীগের বিভিন্ন মিছিল, মিটিং, হামলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা গেছে তাদের। 

ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের ছবি ও বর্তমানে ছাত্রদলের ব্যানারে তোলা ছবি বিশ্লেষণ করে এর সত্যতা পাওয়া গেছে। যা প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

মিছিলে নেতৃত্ব দেওয়া শান্ত ইসলাম আরিফ জানান, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের থেকে এমন আচরণ আমরা আশা করি না। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই আমাদের বিক্ষোভ মিছিল। 

রাজনীতি নিষিদ্ধ থাকার পরও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ২৪ এর স্পিরিট ধরে রাখতেই আমাদের কার্যক্রম। 

মিছিলে ছাত্রলীগ যুক্ত ছিলো কিনা প্রশ্নে তিনি বলেন, আমাদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা যুক্ত ছিলেন। 

মিছিলে ছাত্রলীগ সম্পৃক্ততার বিষয়টি জানতে ছাত্রদলের সাবেক সভাপতি রেজা শরীফকে ফোন করলে তিনি জানান, ছাত্রদলের যে মিছিল হয়েছে এর সাথে আমার সম্পৃক্ততা নেই এবং মিছিলের বিষয়টি এখনো আমার দৃষ্টিগোচর হয়নি। তবে কেউ যদি এমনটি করে থাকে তাহলে তা অনাকাঙ্ক্ষিত এবং কোনভাবেই কাম্য নয়। 

সাবেক সভাপতির জায়গা থেকে বিষয়গুলো আমার যতটুকু কেন্দ্রে জানানোর আমি জানাবো। যারা এতোদিন ছাত্রলীগ করে এসে এখন ছাত্রদলের ব্যানারে এসে বদনাম করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে উল্লেখ করেন তিনি।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ টি এম রফিকুল ইসলাম বলেন, তাদের বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হবে তা আমি এখনি বলতে পারবো না। কারণ বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। মাত্র আপনার কাছ থেকেই বিষয়টি জানতে পারলাম। বিষয়টি আমি জেনে তার পর বলতে পারবো। তবে যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি এখনো নিষিদ্ধ রয়েছে তাই যারা এটি করেছে তারা ঠিক করেনি।

উল্লেখ্য, গত ১১ আগস্ট থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি