ঢাকা, শনিবার   ০৮ নভেম্বর ২০২৫

বশেমুরবিপ্রবি’র ভর্তি পরীক্ষার ৮ ইউনিটের ফল প্রকাশ

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৬, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’, ‘এফ’, ‘জি’ এবং ‘এইচ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। 

গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ফলাফল প্রকাশ করা হয়। তবে ৯টি ইউনিটের মধ্যে ‘আই’ ইউনিটের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। 

মেধা তালিকায় শিক্ষার্থীদের ভর্তির তারিখ ১০ ও ১১ ডিসেম্বর ২০১৯। ভর্তি ও ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.bsmrstu.edu.bd-তে জানা যাবে। 

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ১ লাখ ৩১ হাজার ১১২ জন শিক্ষার্থী আবেদন করে। ৯টি ইউনিটের অধীনে ৩৪ বিভাগে সর্বমোট ২ হাজার ৭৪৫ জন (কোটাবাদে) শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। 

এআই/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি