সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেল
বাংলাদেশের শীর্ষ পাঁচে একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৭:১৬, ১৮ মে ২০২৫ | আপডেট: ১৮:৪০, ১৮ মে ২০২৫

নতুন বাংলাদেশে নতুন করে শুরুর পর দর্শক, পাঠকদের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দেশের প্রথম টেরিষ্ট্রেরিয়াল টিভি চ্যানেল একুশে টেলিভিশন। দুরন্ত টিমের প্রচেষ্টায় এগুচ্ছে ডিজিটাল প্লাটফর্মও। মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম জরিপ সংস্থা সোশ্যাল ব্লেডের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা দশে জায়গা করে নিয়েছে একুশে টিভি। সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় বাংলাদেশি এ গণমাধ্যম এখন ৫-এ।
রোববার (১৮ মে) দুপুরে হালনাগাদ তালিকায় এ তথ্য মিলেছে। ইউটিউব চ্যানেলের দর্শকপ্রিয়তার পাশাপাশি কন্টেন্টের মান বিবেচনা করে সাপ্তাহিক ভিত্তিতে তালিকা প্রকাশ করে ‘সোশ্যাল ব্লেড’।
বাংলাদেশের সংবাদভিত্তিক ইউটিউব চ্যানেলের তালিকায় প্রথম স্থানে রয়েছে যমুনা টিভি। একাত্তর, এটিএন নিউজ ও আরটিভি যথাক্রমে ২য়, ৩য় ও চতুর্থ স্থানে রয়েছে। তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাভিশন নিউজ। ৭ম, ৮ম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে এনটিভি, দেশটিভি ও এটিএন বাংলা।
ডিজিটাল, টেলিভিশনসহ সব বিভাগের বিভাগের আন্তরিক প্রচেষ্টাই এমন অর্জন সহজ হয়েছে বলে মনে করেন একুশে টিভির হেড অব ডিজিটাল কামাল শাহরিয়ার। তিনি বলেন, পাশাপাশি যারা একুশের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন মূল ক্রেডিট তাদেরই। তাদের জন্য ডিজিটাল টিমের প্রতিটি সদস্যই সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছে। আশা করছি আগামীতে আরও এগিয়ে যাব। যেসব সমস্যা রয়েছে ভিউয়ারদের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে সেগুলোকে উন্নত করার চেষ্টা হবে।
কামাল শাহরিয়ার বলেন, ‘ডিজিটাল টিমকে আরও শক্তিশালী করতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম এবং ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম আন্তরিকভাবে কাজ করছেন। পাশাপাশি কীভাবে দর্শক-পাঠকদের আস্থা বাড়ানো যায় সেদিকেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন। এমনকি অনেক স্টোরি (কন্টেন্ট) আইডিয়া দিচ্ছেন খোদ চেয়ারম্যান এবং এমডি।’
বতর্মানে একুশে টিভির ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৩ দশমিক ৬ মিলিয়ন। ইউটিউবের এমন অর্জনের সাপেক্ষে পিছিয়ে নেই ফেইসবুকও। ২ দশমিক ৫ মিলিয়নের বেশি অনুসারী রয়েছে ইটিভির ভেরিফায়েড ফেইসবুক পেইজে।
এসএস//