বাংলাদেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট
প্রকাশিত : ১৬:২৪, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:২৪, ৩০ অক্টোবর ২০১৬
বাংলাদেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬।
সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জানানো হয় নভেম্বরের ১০ থেকে ১২ তারিখ সন্ধ্যা ছয়টা হতে রাত বারটা পর্যন্ত দর্শকরা উপভোগ করবে এ সংগীতানুষ্ঠান। দেশ বিদেশের শতাধিক লোক সংগীত শিল্পী এ অনুষ্ঠানে যোগ দেবেন। পহেলা নভেম্বর থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ডট কম এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কার্যক্রম শরু করা যাবে। এ সময় সান ইভেন্টস এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, গ্রামীন ফোনের অ্যাকান্টিং সিইও ও চীফ মার্কেটিং ইয়াসির আযমান, ঢাকা ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমরানুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন