বাংলাদেশ কারিগরি বোর্ড শিক্ষা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ৫ দফা দাবিতে মানববন্ধন
প্রকাশিত : ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৯, ২৬ অক্টোবর ২০১৬
পাঁচ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ কারিগরি বোর্ড শিক্ষা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সেসময় কারিগরি বোর্ড থেকে পাশ করা মেডিকেল টেকনোলজিস্টদের সরকারী চাকরীসহ সকল ক্ষেত্রে সমঅধিকার প্রদান, পদমর্যাদা পরিবর্তনসহ ৫ দফা দাবি আদায়ের কথা তুলে ধরেন বক্তারা। পরে জেলা প্রশাসকরে মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
আরও পড়ুন