বাজারে আসছে শীতের সবজি, দাম স্তিতিশীল
প্রকাশিত : ১৬:০৯, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ২৮ অক্টোবর ২০১৬
বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি; তাই অনেকটাই স্থিতিশীল দাম। সব ধরণের সব সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে। তবে, বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। স্থিতিশীল রয়েছে মাংসের বাজার।
দরজায় কড়া নাড়ছে শীত; প্রকৃতিতেও শীতের আমেজ।
এরই মধ্যে বাজারে সরবরাহ বেড়েছে শীতকালীন সবজির। ফুলকপি, বাঁধাকপি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। মরিচের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। আলুর কেজি ২৫ টাকা আর দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
ডাল, চিনি, মশলাসহ সব পণ্যের দামই রয়েছে আগের মত। বাড়তির দিকে থাকা লবণের দামও কমেছে কেজিতে ৫ টাকা। তবে, আগের ৬ টাকা বাড়তি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল।
এদিকে, বাজারে বেড়েছে ছোট মাছের সরবরাহ। দামও ক্রেতাদের নাগালের মধ্যে।
দামে হেরফের নেই মাংসের বাজারে। খাসি, গরু, মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই।
আরও পড়ুন