ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বান্দরবানে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

প্রকাশিত : ০৯:৩৬, ১ জুলাই ২০১৬ | আপডেট: ০৯:৩৬, ১ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে বাইশারী ইউনিয়ন পরিষদের কাছে মং শৈ লু মারমা নামে এই নেতা হত্যা করা হয়। তিনি বাইশারী সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, মং শৈ লু মারমা রাত ১০টার দিকে বাইশারী বাজার থেকে তার বাড়ি ধাবনখালী পাড়ায় যাওয়ার সময় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাইশারী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যার কারণ জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি