ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বান্দরবানে জুমের ফসল ঘরে তুলতে জুমিয়ারা ব্যস্ত

প্রকাশিত : ১৭:৪৫, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৫, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানের পাহাড়ে জুমের নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে জুমিয়ারা। আবহাওয়া অনূকুলে থাকায় গেলো মৌসুমের তুলনায় এবার ফলনও ভালো হয়েছে। জুমিয়া পল্লীগুলোতে বইছে উৎসবের হাওয়া। প্যাকেজ : জুমের বাহারী ফসল ঘরে তোলার ভরা মৌসুম চলছে পাহাড়ে। দম ফেলার ফুসরত নেই স্থানীয়দের। ফসল কাটা, মাড়াই ও সংরক্ষণের কাজে দিনরাত পরিশ্রম করছেন তারা। বান্দরবানে এবার ৮ হাজার ৯শ’ হেক্টর জমিতে জুম চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে প্রতি হেক্টরে ২ দশমিক ৯ মেট্রিক টন ফলন পেয়েছেন জুমিয়ারা। যা গত মৌসুমের তুলনায় বেশি। ফসল ঘরে তোলা উপলক্ষে পাহাড়ের প্রতিটি পল্লীতে জুমিয়ার মেতে উঠেছেন নিজস্ব আচার অনুষ্ঠান পালনে। এই অঞ্চলের খাদ্য নিরাপত্তার প্রধান উৎস জুম চাষ। তাই এ ফসল চাষ নিরুৎসাহিত না করে আধুনিকায়নের কথা বলছে কৃষি বিভাগ। এপ্রিল-মে মাসে পাহাড়ে গাছপালা কেটে রোদে শুকানোর পর আগুনে পুড়িয়ে প্রস্তুত করা হয় জমি । ধানের পাশাপাশি ভুট্টা, মরিচসহ নানা ফসলের বীজ একসাথে রোপণ করেন জুমিয়ারা। আর সেপ্ধেসঢ়;ম্বরের শেষ দিকে পাকতে শুরু করে ফসল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি