ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ এবং মানববন্ধন কর্মসুচী পালন

প্রকাশিত : ১৫:৫০, ১৫ মে ২০১৬ | আপডেট: ১৫:৫০, ১৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানের বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু হত্যার প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ এবং মানববন্ধন কর্মসুচী পালন করেছে চট্টগ্রামে অবস্থানরত বৌদ্ধ ভিক্ষুসহ পাহাড়ী বিভিন্ন সংগঠন। গতকাল শনিবার বিকেলে নগরীর চেরাগী পাহাড় চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে আদিবাসী কর্মজীবী ঐক্য পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। এসময় বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভিন্নস্থানে ধর্মীয় গুরুদের হত্যা করছে। একের পর এক এসব হত্যাকান্ড সংঘটিত হলেও হত্যাকান্ডের সাথে জড়িতরা গ্রেফতার এবং তাদের শাস্তি না হওয়ায় হত্যাকারীরা উৎসাহিত হচ্ছে। তারা অবিলম্বে বান্দারবানের বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি