বাবাকে বাঁচাতে চান ঢাবি শিক্ষার্থী রেকছনা
প্রকাশিত : ০০:২৩, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:২৪, ১৫ জানুয়ারি ২০১৮
 
				
					বাবাকে বাঁচাতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রেকছনা খাতুন। তার বাবা শুকুর আলী ব্রেন টিউমারে আক্রান্ত। ডাক্তার জানিয়েছেন জরুরি ভিত্তিতে তার অপারেশন করা প্রয়োজন।
ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসার জন্য পরিবারের শেষ সম্বল জমি বিক্রি করে দিয়েছে তার পরিবার। অপারেশন করানোর জন্য প্রয়োজন ৭ লাখ টাকা। দরিদ্র কৃষক পরিবারের পক্ষে এই বিশাল ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন তার মেয়ে রেকছনা।
৫০ বছর বয়সী শুকুর আলী পেশায় একজন ভূমিহীন কৃষক। গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদরে আলুকদিয়া গ্রামে। গত বছরের ৫ ডিসেম্বর ন্যাশনাল ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সেস এ্যান্ড হসপিটালে পরীক্ষা করার পর তার পিতার ব্রেন টিউমার ধরা পরে।
পরে চিকিৎসকরা জানান, টিউমারটি বড় হয়ে গিয়েছে। দ্রুত অপারেশন প্রয়োজন। কিন্তু টাকার অভাবে বর্তমানে অপারেশন করাতে পারছেন না।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে রেকছনা খাতুন হচ্ছেন সবার বড়। রেকছনা খাতুন একুশে টিভি অনলাইনকে বলেন, আমি কৃষক পরিবারের মেয়ে। আমার বাবা দিন দিন মৃত্যুর দিকে চলে যাচ্ছে। এই রোগের চিকিৎসা আছে। কিন্তু বাবার বড় মেয়ে হয়েও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। তাই আমি নিরুপায় হয়ে আমার বাবার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি।
সাহায্য পাঠানোর ঠিকান
রেকছনা খাতুন
বিকাশ: ০১৯৩১-২৪৪৬২৪
রকেট: ০১৯৬১-৭২৪৬৩০০
ডাচ্-বাংলা ব্যাংক: ১৬৪.১০৫.২৫০২৪ (মিরপুর-১০)
যোগাযোগ
০১৫১৫-৬৯৫৮৬, ০১৫২১-৪৯৮৪৬১
এম/টিকে
আরও পড়ুন
 
				        
				    






























































