ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বাবুল আক্তারের স্ত্রী হত্যার সন্দেহভাজন আসামী ২জন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত

প্রকাশিত : ১৬:২১, ৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৬:২১, ৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী হত্যার সন্দেহভাজন আসামী রাশেদ ও নবী পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। ভোরে রাঙ্গুনীয়া উপজেলার রাজানগরের একটি ব্রিক ফিল্ড এ এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মিতু হত্যার আসামী মুসা, রাশেদ ও নবীসহ অন্যরা রাজা নগরের এমবিডাব্লিউ ব্রিক ফিল্ডের পাশে অবস্থান করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় সিএমপি পুলিশের টিম। দুর্বৃত্তরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়াতে থাকলে পুলিশও গুলি ছুড়ালে দুই জনের মৃত্যু হয়। তবে মুছা পালিয়ে গেছে বলে জানান পুলিশ। পরে ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত পাঁচ জুন নগরীর জিইসি মোড়ে বাসার কাছে দুর্বৃত্তদের হাতে খুন হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি