ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

বার্সায় নেইমারের জায়গায় পাউলিনিয়ো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১৫ আগস্ট ২০১৭ | আপডেট: ১১:৪২, ১৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

নেইমার প্যারিস সেন্ত জার্মেইয়ে (পিএসজি) চলে যাওয়ার পর প্রথমবার কোনো খেলোয়াড়কে কিনেছে বার্সেলোনা গুয়াংঝু এভারগ্রান্দে থেকে পাউলিনিয়োকে কোটি ইউরোতে চুক্তিবদ্ধ করেছে স্প্যানিশ এ ক্লাবটি।

বার্সা জানায়, ২৯ বছর বয়সী মিডফিল্ডারকে চার বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। সুপার কাপের দ্বিতীয় লীগের পরদিন বৃহস্পতিবার পাউলিনিয়োর স্বাস্থ্য পরীক্ষা হবে। ওইদিনই দর্শকের সামনে হাজির হবেন এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

জানা গেছে, ১২০ মিলিয়ন ইউরো বাইআউট ক্লস ধরা হয়েছে পাউলিনিয়োর। ২০১৩ সালে করিন্থিয়ান্স থেকে টটেনহ্যামে গিয়েছিলেন পাউলিনিয়ো।

ব্রাজিল কোচ লুইস ফেলিপ স্কলারির সঙ্গে যোগ দিতে দুই বছর পর গুয়াংঝুতে যোগ দেন তিনি। দুটি লিগ শিরোপা ও এএফসি চ্যাম্পিয়নস লিগসহ ক্লাবটির সঙ্গে ছয়টি শিরোপা জিতেছেন এ ব্রাজিলিয়ান। চীনা ক্লাবের এ পারফরম্যান্স দিয়ে জাতীয় দলেও ফিরেছেন পাউলিনিয়ো।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি