ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিএনপির কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না : আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ৪ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে না  বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকতিনি বলেন, নির্বিঘ্নে তারা তাদের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছেন, কোথাও কোনো বাধা দেওয়া হচ্ছে না

সোমবার বিকালে টাঙ্গাইল পুলিশ লাইনের সামনে নবনির্মিত এসপি পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার প্রসঙ্গে আইজিপি বলেন, বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ভ্যাটালিয়ান (র‌্যাব) তদন্ত করছে। আশা করি প্রকৃত দোষীরা চিহ্নিত ও আটক হবে।

এসপি পার্কের উদ্বোধন শেষে আইজিপি জেলা পুলিশ সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন্নাহার রহমান। এসময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম (পিপিএম), র‌্যাবের কোম্পানি কমান্ডার বীনা রানী দাস প্রমুখ।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি