ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিএনপির বিরুদ্ধে কানাডার ইমিগ্রেশনে ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন রিজভী

প্রকাশিত : ১৯:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৩৮, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

বিএনপির বিরুদ্ধে কানাডার ইমিগ্রেশনে ভুল তথ্য দিয়ে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই এ’সব করা হচ্ছে। এদিকে, জাতীয় প্রেসক্লাবে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, পছন্দমতো মানুষ বসিয়ে নির্বাচন কমিশন গঠনের জবাব জনগন সরকারকে সুযোগ মত দেবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী বলেন, নির্বাচনের আগে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে সরকার। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানানো নিয়েও মিথ্যাচার করা হয়েছে। এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনে পছন্দের ব্যক্তিদের বসিয়ে নিজেদের শেষ রক্ষা করতে চাইছে সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি