ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিএনপি ক্ষমতার লোভে ইসরাইলের সাথে হাত মিলিয়েছেঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:২১, ১৮ মে ২০১৬ | আপডেট: ১৪:২১, ১৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

সরকার উৎখাতের জন্য বিএনপি বার বার ষড়যন্ত্র করে ব্যর্থ হয়ে এখন ক্ষমতার লোভে ইসরাইলের সাথে হাত মিলিয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বলেন, যারা যুদ্ধাপরাধীদের হাতে পতাকা তুলে দিয়েছে, তাদেরও বিচার করা হবে। এদিকে, গ্লোবাল উইমেন লিডার্স সম্মেলনে যোগ দিতে সকালে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় গেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার  শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনে আলোচনা সভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন এই অনুষ্ঠানে। স্মৃতিচারণ করেন, ১৯৮১ সালের ১৭ মে, লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফেরার মুহুর্ত। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সব আন্দোলনে ব্যর্থ হয়ে গুপ্ত হত্যায় মেতেছে। পাশাপাশি সরকার উৎখাতের নতুন ষড়যন্ত্রেও লিপ্ত। যুদ্ধাপরাধীদের হাতে যারা বাঙ্গালীর রক্তের বিনিময়ে পাওয়া পতাকা তুলে দিয়েছে তাদেরও বিচার করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসীদের আরো বেশি ভূমিকা রাখার আহবান জানান শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি