ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বিকাশে অবৈধ লেনদেনের অভিযোগে আট এজেন্ট গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১৩, ৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করায় আট বিকাশ এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির সিনিয়র সহকারী কমিশনার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল) শারমিন জাহান জানান, রেমিটেন্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করার অভিযোগে মানি লন্ডারিং আইনে নয়টি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতদের নাম, পরিচয় বা অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ। তবে রাজধানীর মালিবাগস্থ সিআইডি সদর দফতরে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

সিআইডি সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক বিকাশ-এর তিন হাজার এজেন্টের ‘অস্বাভাবিক’ লেনদেন তদন্ত করতে অনুরোধ করেছিল সিআইডিকে। আর এর ধারাবাহিকতায়ই ওই আট জনকে গ্রেফতার করা হয়েছে।

 

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি