ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

বিমান সেবিকার রহস্যজনক মৃত্যু! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৪, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্ক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে এক বিমান সেবিকার মৃত্যু হয়েছে। সম্প্রতি অনিশা বাত্রার (৩২) নামে ওই বিমান সেবিকার মৃত্যু হয়।  

অনিশা ছাদ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছেন বলে দাবি করেন তার স্বামী। কিন্তু তার পরিবারের দাবি এই মৃত্যুর পেছনে অন্য কোন কারণ লুকিয়ে আছে।

এদিকে মৃতের বাবা প্রাক্তন সেনা আধিকারিক আর এস বাত্রার অভিযোগ করে বলেন, আমার মেয়েকে তার স্বামী ও তার শশুর বাড়ির সদস্যরা অত্যাচার করত।

তিনি বলেন, এই অত্যাচারের কারণে আমি পুলিশেও অভিযোগ করেছিলাম। তবে কোন কাজ হলো না, আমার মেয়েকে এখন লাশ হতে হলো।

এই মৃতের ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।

এদিকে মৃত অনিশার স্বামী মায়াঙ্ক সিংভি জানান, শুক্রবার সকালে অনিশার মোবাইল নম্বর থেকে তার ফোনে একটি এসএমএস আসে । তাতে লেখা ছিল চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছি।

সেসময় বাড়িতেই ছিলেন মায়াঙ্ক । কিন্ত তার দাবি ছাদে পৌঁছনোর আগেই স্ত্রী ঝাঁপ দিয়ে দিয়েছিলন।  গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে  মৃত ঘোষণা করেন।

কিন্ত তার স্বামীর এই দাবি  মৃথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেন মৃত অনিশার ভাই কিরণ।

কিরণ জানান,  সেদিন আমার ফোনে দিদির মোবাইল থেকে একটি এসএমএস আসে।

তাতে অনিশা লিখেছিলেন, মায়াঙ্ক তাকে একটি ঘরে বন্ধ করে রেখেছেন। শুধু তাই নয় সেখানে পুলিশকে খবর দিতেও বলা আছে। এ থেকেই পরিবাররে ধারনা অনিশাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে  ফেলে দেওয়া হয়েছে।

এমনিতেই বিয়ের পর থেকেই তাকে নানা রকম অত্যাচার করছে বলে অভিযোগ তার পরিবারের। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি