ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

বিশ্ববাণিজ্য নেগোসিয়েশনে এলডিসিভুক্ত দেশের অংশগ্রহণ প্রয়োজন

প্রকাশিত : ২৩:৪৭, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশ ২০২৪ সালে এলডিসি থেকে বেড়িয়ে উন্নয়নশীল দেশে পরিণত হবে। তখন বিশ্ববাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় ডব্লিউটিও’র সহযোগিতা প্রয়োজন হবে বাংলাদেশের।

মঙ্গলাবর ভারতের নয়া দিল্লীতে বিশ্ববাণিজ্য সংস্থার উন্নয়নশীল দেশের মন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন,‘বাংলাদেশ বিশ্বয়কর উন্নয়নে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল মধ্যম আয়ের দেশে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। আজ তা সম্ভব হয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ ডিজিটাল মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবার পর সকল দেশের আন্তরিক সহযোতিা প্রয়োচন। বিশ্ববাণিজ্য নেগোসিয়েশনে এলডিসিভুক্ত দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থায় চলমান সমস্যাগুলো চিহ্যিত করে তা সমাধানে ভবিষ্যৎ করনীয় নির্ধারনে ডব্লিউটিওকে বলিস্ট ভূমিকা রাখতে হবে।’

ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশ্বের ২৩টি উন্নয়নশীল দেশের মন্ত্রীগণ এ সভায় যোগদান করেন। পরে টিপু মুনশি আনুষ্ঠানিক ভাবে ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ এর সাথে একান্ত বৈঠক করেন।

এসময় তিনি ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপর ভরত কর্তৃক আরোপিত এট্রি ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানান। বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বড় ধরনের ব্যবসায়ীক অংশিদারিত্বের ভিত্তি স্থাপন করা সম্ভব। তিনি বাংলাদেশ থেকে তৈরী পোশাক আমদানি করার জন্য ভাতের প্রতি আহবান জানান।

ভারতের বাণিজ্য, শিল্প এবং বেসামরিক বিমান চলাচলমন্ত্রী সুরেশ প্রভূ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ভারত বাণিজ্য বাংলাদেশের উন্নয়নে সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ইনফরমাল মিটিং অফ দি ডব্লিউটিও মিনিস্টার্স শীরনামে এ মিটিং এ যোগদানের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ১১ মে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৫ মে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

কেআই/ 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি