ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিশ্বব্যাংক ঋণের মাধ্যমে সুদের ব্যবসা চালানোর কূটকৌশল নিয়েছেঃ টিআইবি’র নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৮:৩৫, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৩৫, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে ক্ষতিপূরণ না দিয়ে বিশ্বব্যাংক ঋণের মাধ্যমে সুদের ব্যবসা চালানোর কূটকৌশল নিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি’র নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। শুক্রবার সকালে ঢাকা রিপোটার্স ইউনিটি-ডিআরইউতে আয়োজিত বাংলাদেশ জলবায়ু ন্যায্যতা ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেট বাংলাদেশে সফরে এসে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় ২ বিলিয়ন ডলার ঋণ দেয়ার ঘোষনা দেন । টিআইবি প্রধান বলেন,  সুদ যত অল্পই হোক তা ঋণের বোঝা বাড়াবে। ইফতেখার বলেন, ঝুঁকির পরিস্থিতির জন্য আমরা ঋন নয়, ক্ষতিপূরণ পাবো।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি