বিশ্বের দীর্ঘতম ‘স্টেপল চেন’ তৈরি করে গিনেসে অনুপম
প্রকাশিত : ১৮:২১, ৩ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৮:২২, ৩ নভেম্বর ২০১৮

বিশ্বের দীর্ঘতম স্টেপল চেন তৈরি করে গিনেস বুকে নাম লেখালেন ভারতের নদিয়ার শান্তিপুরের অনুপম সরকার ৷ আমেরিকা ও বাংলাদেশের দু’জনকে প্রতিযোগীকে হারিয়ে এক হাজার ৮১৯ ফুট লম্বা স্টেপল চেন তৈরি করে ‘গিনেস বুক অফ ওয়াল্ড’ রেকর্ডসে নিজের নাম লেখালেন বাংলার এই যুবক ৷
জানা গেছে, টানা ৪৪ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ৫৫৪.৫৪ মিটার দৈর্ঘ্যের স্টেপল চেনটি তৈরি করেন অনুপম৷ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁর এ কৃতিত্বকে ‘অফিসিয়ালি অ্যামেজিং’ বলে স্বীকৃতি দিয়েছে বলে জানা গিয়েছে ৷ পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সনদও ৷ সেই সনদে স্পষ্টই লেখা, ‘দ্যা লংগেস্ট চেন অফ স্টেপল৷’।
বিশ্বরেকর্ড গড়ে অনুপমের মন্তব্য, ‘আমি এই বিশ্ব রেকর্ডের মধ্য দিয়ে এই বার্তাই দিতে চাই, এই চেনের মতো জাতি-ধর্ম নির্বিশেষে ভারতের সব মানুষ একই শৃংখলে বাঁধা পড়ুক ৷ আমি আমার এই চেইনকে নাম দিয়েছি সম্প্রীতির শৃঙ্খল ৷ এই কাজের স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত খুশি ৷ যদিও, অনুপমের এই কাজটা শেষ করতে খুব একটা সহজ ছিল না ৷ ৭১ হাজার ৫০০টি স্ট্যাপল পিন কোনও যন্ত্র ছাড়াই হাতের আঙুলের মাধ্যমে ১ হাজার ৮১৯ ফুটেরও লম্বা বিশাল চেন তৈরি করতে সময় ও অর্থ দুই ব্যয় করতে হয়েছে অনুপমকে ৷
এমন কিছু একটা কাজ করবেন, যা মনে রাখবে মানুষ ৷ তেমনই কাজ ঠিক করেন। কিছু একটা করে গিনেস বুকে নাম তুলবেন ৷ খোঁজ নিয়ে জানতে পারেন, স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশের একজন ৷ এরপর আমেরিকার ম্যাকেঞ্জি মার্টিন নামের আর একজন ২৬ হাজার ৫০০টি স্টেপল পিন দিয়ে এক হাজার ১৫৭ ফুট লম্বা স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলেছেন৷ তবে, তাঁকে স্ট্যাপল চেন বানিয়ে গিনেস বুকে নাম তুলতে গেলে আরও বড় ও একটু ব্যাতিক্রমি চেন তৈরি করতে হবে৷ সিদ্ধান্ত নেন, তাই-ই করবেন ৷
ঠিক করলেন, দুই বিদেশিকে হারাবেন ৷ চলতি বছরের ৯ এপ্রিল থেকে কাজ শুরু করে রোজ প্রায় ১৮ ঘণ্টা প্ররিশ্রম করে এক হাজার ৮১৯ ফুটের বেশি লম্বা স্টেপল চেন তৈরি করেন ৷ এরপরই গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডস দপ্তরে যোগাযোগ করেন ।
অনুপম বলেন, ‘১ মে গিনেস বুক কর্তৃপক্ষ আমাকে ৩৩ পাতার গাইড লাইন পাঠায় ৷ বাজার থেকে ৭২ হাজার ৫০০টি স্টেপল পিন কিনতে ৩৯৫ টাকা ও একটা স্টেপলার কিনতে ২৭ টাকা খরচ করি ৷ কোনও যন্ত্র ছাড়া শুধু হাতের আঙুলের মাধ্যমে বানিয়ে ফেলি বিশ্বের দীর্ঘতম স্ট্যাপল চেন৷ (সুত্রঃ সংবাদ প্রতিদিন)
কেআই/
আরও পড়ুন