ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

বিশ্বের সর্বোচ্চ হোটেলের দেশ দুবাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিশ্বের সর্বোচ্চ হোটেলের দেশ এখন দুবাই।পর্যটকদের জন্য শুক্রবার জিভোরা নামে ৩৫৬ মিটার বা ১১৬৮ ফুট উচ্চ হোটেলটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উচ্চতার দিক দিয়ে হোটেল জেডব্লিউ ম্যারিয়ন মারকুইসকে পেছনে ফেলে বর্তমানে এটি শীর্ষস্থানে চলে এসেছে। 

৩৫৫ মিটার উচ্চতার মারকুইস থেকে এর উচ্চতা মাত্র এক মিটার বেশি। ৭৫ তলাবিশিষ্ট হোটেলটি লন্ডনের বিগ বেনের চেয়ে তিন গুণ এবং প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৫৬ মিটার বেশি উঁচু। বর্তমানে এটি গিনেস বুক অব ওয়ার্ল্ডের পাতায় সর্বোচ্চের খেতাবটি দখল করে নিয়েছে।  

এছাড়াও হোটেলের অতিথিদের জন্য প্রবেশদ্বারটি স্বর্ণ দিয়ে মোড়ানো। হোটেলের সাজসজ্জা থেকে শুরু করে সবকিছুই বিলাসবহুল। সর্বোচ্চ এই হোটেলটির ছাদে রয়েছে ঘূর্ণায়মান রেস্তোরাঁ। এখানে বসে চারদিক থেকে দুবাই শহর দেখা যাবে। দুবাইয়ের শেখ জায়েদ রোডে অবস্থিত হোটেলটিতে অতিথিদের জন্য ৫২৮টি কক্ষ ও সুইটস এবং চারটি রেস্তোরাঁ রয়েছে। এছাড়া এ ভবনে রয়েছে ছয়টি লিফট ও তিন হাজার ৮৫৯টি সিঁড়ি।

এসি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি