ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

বেরোবিতে রাজনৈতিক ব্যানার-পোস্টার লাগালেই ব্যবস্থা

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৪, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুন না লাগাতে আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেউ এর ব্যত্যয় ঘটালে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর ১০৮তম সিন্ডিকেট সভায় ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, আবাসিক হলের সিট বাণিজ্য ও দখলদারিত্ব এবং সকল ধরণের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ করা হয়। এমতাবস্থায় ক্যাম্পাসে সকল ধরণের রাজনৈতিক পোস্টার, ব্যানার ফেস্টুন না লাগিয়ে প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেউ এর ব্যত্যয় ঘটালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরণের লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলেও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক হল ও ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালগুলোতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত বিভিন্ন পোস্টার দেখা যায়। 

এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে। 

এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন পোস্টার না লাগানোর নোটিশ জারি করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি