ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

বেরোবির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড.হাফিজুর রহমান

প্রকাশিত : ১৭:১০, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড.আর এম হাফিজুর রহমান।

সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করা হয়। তাঁর এই নিয়োগ আদেশ ১১ মার্চ ২০১৯ তারিখ থেকে কার্যকর হয়েছে।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির প্রণীতআইনের ধারা ৩৯(২)-এর উপধারা ১৪(১) অনুসারে সিন্ডিকেটের ৬০-তম সভায় তাকে আগামী দুই বছরের জন্য এই নিয়োগ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এবারেই প্রথম এই পদে পূর্নাঙ্গ কাউকে নিয়োগ প্রদান করা হয় এর আগে এই পদটি খালি ছিল।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি