ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৬, ১১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সাভারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাবরুকা ফেরদৌসী ঐশি (১৯) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রোববার রাতে পৌর এলাকার নামাগেণ্ডা মহল্লার নিজ কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাবরুকা সাভার গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম চৌধুরী মিজানুর রহমান।

পুলিশ জানায়, মাবরুকা ও তার ভাই অমি ওই বাসায় থাকতেন। গতকাল বেলা তিনটার দিকে অমি বাসায় ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে মাবরুকাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মাবরুকার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি