ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

বোয়ালখালী শতভাগ বিদ্যুতায়িত, স্থানীয়রা খুশি

প্রকাশিত : ১৮:১৯, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:১৯, ১৩ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করায় খুশি স্থানীয়রা। শনিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ‌্যমে দেশের অন্যান্য উপজেলার সঙ্গে চট্টগ্রামের বোয়ালখালীর শতভাগ এলাকায় বিদ‌্যুৎ সংযোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন, নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দীন চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে সরকারের লক্ষ অর্জনের অংশ হিসেবে দেশের ছয়টি উপজেলার মানুষ শতভাগ বিদ্যুৎ পেয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি