ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ব্যবসা নিয়ে যুদ্ধে করে কেউ লাভবান হবে না: চায়না প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ব্যবসা নিয়ে যুদ্ধ করে কেউ লাভবান হবে না বলে মন্তব্য করেছেন চায়না প্রধানমন্ত্রী লি কেকিয়াং। 

শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সুফিয়াতে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।   

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর যে শুল্ক আরোপ করছে তা মোটেই শুভ লক্ষণ নয়। এতে কোনো পক্ষই লাভ হবে না। 

তিনি বলেন, চায়না নিজে থেকে কোনো ব্যবসা যুদ্ধে জড়াবে না। কিন্তু অন্য কোন দেশ যদি এ ব্যাপারে উদ্যোগ নেয় এবং অবস্থা খারাপ করতে চায় সে ক্ষেত্রে পরিস্থিতি বুঝে চায়না সিদ্ধান্ত নেবে। 

এদিকে পাল্টাপাল্টি শুল্ক আরোপ নিয়ে উত্তেজনা চলছে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে। দু’দেশ একে অপরের পণ্যের ওপর একই পরিমাণ শুল্ক আরোপ করেছে।  

চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের ৩ হাজার ৪শ` কোটি ডলারের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যেও একই পরিমাণ শুল্ক আরোপ করেছে চীন।  

এর আগে গত মাসে হোয়াইট হাউজ থেকে হাজারেরও বেশি চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা দেওয়া হয়। এরপরই একইভাবে পাল্টা পদক্ষেপ নেয় চীন।

শুল্ক আরোপের ব্যাপারে যু্ক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকান প্রযুক্তি ও মেধাস্বত্ব অবৈধভাবে চীনে স্থানান্তর ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  

সূত্র: রয়টার্স

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি