ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান হলেন রোমো রউফ চৌধুরী

প্রকাশিত : ২১:২০, ২৩ মে ২০১৯ | আপডেট: ১০:৩২, ২৬ মে ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে রোমো রউফ চৌধুরীকে। বৃহস্পতিবার ব্যাংকের মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোমো রউফ চৌধুরী ব্যাংকের একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন।

রোমো রউফ চৌধুরী এদেশের একজন সফল তরুণ উদ্যোক্তা। উদ্যোক্তা হিসেবে তিনি ২৬ বছরেরও অধিক অভিজ্ঞতাসম্পন্ন। তিনি র‌্যাংগস্ গ্রুপ ও সী ফিসার্স গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। বর্তমানে তিনি র‌্যানকন মোটরস্ লিমিটেড, র‌্যানকন মোটরবাইকস্ লিমিটেড, র‌্যানকন ট্রাক এন্ড বাস লিমিটেড, র‌্যানকন হোল্ডিংস লিমিটেড, র‌্যানকন ইলেকট্রনিকস্ লিমিটেড, র‌্যাংগস্ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, র‌্যাংগস্ লিমিটেড এবং র‌্যাংগস্ প্রপার্টিজ লিমিটেড সহ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি