Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার সঙ্গে গ্রামীন ইউগলেনার সঙ্গে চুক্তি

প্রকাশিত : ২১:৩৯ ২৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ২১:৫২ ২৫ এপ্রিল ২০১৯

কৃষকদের ডিজিটাইজেশন পেমেন্ট সেবা নিশ্চিত করার লক্ষে ব্যাংক এশিয়া লি. ও গ্রামীন ইউগলেনা (বাংলাদেশ ও জাপানের একটি যৌথ সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান) এর সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ব্যাংক এশিয়া লি. এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী ও গ্রামীণ ইউগলেনার কো-সিইও মি. ইউকোহ সাতাকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

২৫ এপ্রিল ব্যাংকের স্কশিয়া শাখায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের স্কশিয়া শাখা প্রধান তানফিজ হোসেন চৌধুরী, টাওয়ার শাখা প্রধান মো. আবদুল লতিফ, গ্রামীণ ইউগলেনার মিস আয়া সুজিবায়াসি, ব্লু নাম্বার এর কাশফিয়া আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রজেক্টের আওতায় গ্রামীণ কৃষকদের প্রয়োজনীয় সকল আর্থিক সেবা প্রদান করা হবে।

কেআই/

 

© ২০১৯ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি