ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপ্লয়ি ডে উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্যাংক এশিয়ার ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী বিভিন্ন আয়োজনে এবার ছিল ব্যাংকের কর্মকর্তা, কর্মচারীদের জন্য দিনব্যাপী আনন্দ আয়োজন এমপ্লয়ি ডে-২০১৯। গত ৭ ডিসেম্বর ২০১৯ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা (আইসিসিবি)-এ আয়োজিত এ আনন্দ আয়োজনে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের পাশাপাশি ছিল ব্যাংক এশিয়া পরিবারের সদস্যদের অংশগ্রহণে প্রদর্শনী স্টল, র‌্যাম্প শো, র‌্যাফল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান এম. সাঈদুজ্জামান ও আনিসুর রহমান সিনহা, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ. হোসেন, পরিচালক আশরাফুল হক চৌধুরী, এনাম চৌধুরী ও রোমানা রউফ চৌধুরী, ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আনিসুল হক ও ইরফান উদ্দিন আহমেদ, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ সহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

দেশব্যাপী ব্যাংকের সকল শাখা এবং এজেন্ট পয়েন্ট থেকে প্রায় ৩৫০০ কর্মকর্তা কর্মচারী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি