ব্রাহ্মণবাড়িয়ায় হামলা রোধে পুলিশ আরো তৎপর হতে পারতোঃ স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত : ২০:০৬, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:০৬, ৩ নভেম্বর ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা রোধে, পুলিশ আরো তৎপর হতে পারতো বলে, মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ’কথা বলেন। এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে, পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর বিষয় পোস্ট করা নিয়ে, ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। হামলা রোধে, পুলিশের নির্লিপ্ততা সমালোচিত হয় সব মহলে।
বিষয়টি নিয়ে, সচিবালয়ে সংবাদ সম্মেলনে, মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, এ’ ঘটনায় পুলিশ আরো তৎপর হতে পারতো। পুলিশের নির্লিপ্ততার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদর দফতরের গঠিত তদন্ত কমিটি।
এ’ ঘটনায়, আরো একজনকে আটক করেছে পুলিশ। সব মিলিয়ে আটক হয়েছে ১০ জন। অপরদিকে, নাসিরনগরে ঘটনাস্থল পরিদর্শন করেছে, জাসদের একটি প্রতিনিধি দল।
এছাড়া, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে।
আরও পড়ুন