বয়লার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১০
প্রকাশিত : ২১:০৭, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১২:৪৭, ৪ জুলাই ২০১৭

গাজীপুরে পোশাক কারখানার বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশত।
সোমবার সন্ধ্যার পোশাক কারখানাটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।
কাশিমপুরের নয়াপাড়ায় ‘মাল্টিফ্যাবস লিমিটেড’ নামের ওই কারখানার ডাইং সেকশনের বয়লায় বিকট শব্দে বিস্ফোরিত হলে চার তলা ভবনের একপাশের এক থেকে দোতলা পর্যন্ত ধসে পাড়ে।
ঘটনার পরপরই কারখানার লোকজন ও এলাকাবাসীর সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। কারখানার ভেতরের ধ্বংস্তূপ থেকে রাতে উদ্ধার করা হয় ছয়জনের লাশ। আহতদের হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও তিন জন।
জয়দেবপুর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রাত ১টার পর বৃষ্টির জন্য উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছিল। আজ মঙ্গলবার ভোর থেকে আবার তল্লাশি শুরু হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে আনুমানিক ৩৫ বছর বয়সী আরও এক যুবকের লাশ পাওয়া যায়।
আর//এআর
আরও পড়ুন