ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

ভাঙ্গা সড়ক আর ধূলাবালুতে দুর্ভোগ চরমে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৫:৩০, ১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ভাঙ্গা সড়ক আর ধূলাবালুতে দুর্ভোগ চরমে উঠেছে রাজবাড়ীর গুরুত্বপূর্ণ রাজবাড়ি-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে চলাচলকারীদের। শীত-গ্রীষ্ম-বর্ষা সব ঋতুতেই ধূলায় আচ্ছন্ন থাকে আঞ্চলিক সড়কটি। গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের পাশাপাশি পরিবেশ দূষণের হাত থেকে রক্ষার দাবি জানিয়েছে চলাচলকারীরা।

পুরো সড়ক যেনো ধূলার রাজ্য। নি:শ্বাস নেবার উপায় নেই। এই চিত্র রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের। যার মধ্যে রয়েছে রাজবাড়ী-দৌলতদিয়া, রাজবাড়ী-ফরিদপুর সংযোগ সড়কও।

শুধু ধূলা-বালুই নয়, গুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ জায়গা খানাখন্দে ভরা। গর্তের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হরহামেশা বিকল হচ্ছে পণ্য বোঝাই যানবাহন। সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। বিপাকে আছে স্থানীয় বাসিন্দা আর দোকানীরাও।

ধূলা-বালি থেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন, দীর্ঘমেয়াদী দূষণে চোখ, ফুসফুসসহ দেহের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে।

সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানালেন, রাজবাড়ীর ৩টি সড়ক উন্নয়নে প্রায় দেড় কোটি টাকার কাজ শুরু হয়েছে।

পরিবেশ দূষণ রোধ ও দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি