ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

কুয়ালা লামপুরের কিনারা একাডেমী ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। ৫ ম্যাচে ৪টিতে জয়ে ৮ পয়েন্টে টেবিলের এক নম্বরে রয়েছে ভারত। আর সমান পয়েন্টে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে লাল সবুজ জার্সিধারীরা। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও পরবর্তী টানা চার ম্যাচে জয় তোলে নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে বাংলাদেশ। আর পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি