ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভারতে বহুতল ভবন ধস: নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গ্রেটার নয়ডায় দুই ভবন ধসে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। এখনও পর্যন্ত ভবনের ভেতর ৩০-৩৫ জন আটকা পড়েছেন বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে দিল্লি ও উত্তর প্রদেশ সীমান্ত সংলগ্ন এলাকার গ্রেটার নয়ডার বিসরাথ থানার অন্তর্গত শাহ বেরি গ্রামে ভেঙে পড়ে পাশাপাশি বহুতল দুটি ভবন।

জানা গেছে, স্থানীয় শাহ বেরি গ্রামে একটি চারতলা ভবনের ওপর ভেঙে পড়ে পাশের আরেকটি নির্মাণাধীন ছয়তলা ভবন। ফলে দুটি বহুতলই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চারতলা বহুতলটিতে প্রায় ১৮টি পরিবার বাস করত। যাদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে জানা গেছে।

রাতে দুর্ঘটনার পর পরই গাজিয়াবাদ থেকে ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) সদস্যরা এসে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাস্থলের চারপাশ পুলিশসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘিরে রেখেছেন।

এ ঘটনায় ওই নির্মাণাধীন বহুতলের প্রমোটার ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি