ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব আহমাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২১, ১১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নিটোল মোটরস লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। গত বৃহস্পতিবার আইবিসিসিআই’র এ নির্বাচন সম্পন্ন হয়। সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন অনুষ্ঠিত নির্বাচনে আবদুল মাতলুব আহমাদকে সভাপতি নির্বাচিত করে ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

আইবিসিসিআই’র পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম. শোয়েব চৌধুরী, এশিয়ান কনজিউমার কেয়ার (প্রা.) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় কৈলাশ মুন্সী।

সান ফার্মাসিউটিক্যালস (বাংলাদেশ) লিমিটেডের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার রায়, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে মহাসচিব, যুগ্ম সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন।

নতুন নির্বাচিত বোর্ডের অন্য সদস্যরা হলেন- ভারতীয় স্টেট ব্যাংকের অভিজিৎ চক্রবর্তী, ফতুল্লাহ ইস্পাত রোলিং মিলস-এর মোহাম্মদ আলী, এমআরবি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঞ্জয় পাল, টাটা মোটরস লিমিটেডের জিতেন্দ্র বাহাদুর, ম্যাকস এ টায়ারের ফার্খুন্দা জাবীন খান, ইন্ডোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অভিষেক দাস, লাইফ ইন্স্যুরেন্স করপোরেশন (এলআইসি) বিডি লিমিটেডের অরূপ দাসগুপ্তা; কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস) লিমিটেডের মেহরেুন নেসা ইসলাম; গ্রিন টেক্সটাইল লিমিটেডের তানভীর আহমেদ এবং সিয়াট একে খান লিমিটেডের বেনু গোপাল নম্বিককেরিল চেলাপ্পান পিল্লাই।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি