ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ভূমিকম্প হলে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৭, ২৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

ভূমিকম্প হলে, দুর্যোগ ব্যবস্থাপনায় সবগুলো সেবাসংস্থার সমন্বয় কেন্দ্র খুলে পরিস্থিতি মোকাবেলা করা হবে। আর এতে বাংলাদেশকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। রাজধানীতে শুরু হওয়া ডিজাস্টার রেসপন্স এক্ধসঢ়;্রারসাইজ এন্ড এক্সচেঞ্জ এ এমনটাই জানালে দু-দেশের প্রতিনিধিরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং  যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী এই অনুশীলন কার্যক্রম শুরু হয়েছে রাজধানীর আর্মি গলফ ক্লাবে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, চীনসহ দেশী-বিদেশী ১০০টি সংস্থার ১ হাজার প্রতিনিধি অংশ নিয়েছেন। ভূমিকম্প দুর্যোগ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি, কর্মপদ্ধতির সমন্বয়, পারস্পরিক ধারণা বৃদ্ধি ও চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সংস্থার কার্যকারিত যাচাই করাই এর উদ্দেশ্য। এতে সম্পৃক্ত করা হয়েছে ১০০টি সংস্থাকে। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। পরে সংবাদ সম্মেলনে ভুমিকম্পের মত দুর্যোগে সবগুলো সেবা সংস্থার সমন্বয় কেন্দ্র খুলে কাজ করার কথা বলেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদস্যরা। বজ্রপাত থেকে রক্ষার জন্য বড় মাঠ এবং হাওড় অঞ্চলে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও এই অনুশীলন হবে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি