ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতেঅবরোধ
প্রকাশিত : ১০:৪৬, ৩০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৪৬, ৩০ অক্টোবর ২০১৬
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বাতিলের প্রতিবাদে রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ করছে পার্বত্য গণপরিষদসহ ৫টি সংগঠন।
অবরোধের কারণে সকাল থেকে রাঙামাটিতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে আইন-শঙ্খলা রক্ষায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়িতেও দুরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে সীমিত আকারে হালকা যান চলাচল করছে। সকালে খাগড়াছড়ি গেইট এলাকায় অবরোধের সমর্থনে মিছিল হয়েছে।
আরও পড়ুন