ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ভৈরব নদ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ১৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

খুলনার ভৈরব নদ থেকে মিঠুন কুমার দাস (২৩) নামে সরকারি বিএল কলেজের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ফুলবাড়িবাড়ী গেট সংলগ্ন ভৈরব নদের ফেরির পন্টুনের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার দাস জানান, এলাকাবাসী খবর দিলে পুলিশ ঘনটাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।

পরে তা ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ। মিঠুনের বাড়ি বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামে। সে মৃত শশাঙ্ক দাসের ছেলে। বিএল কলেজের অর্থনীতি বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি রাত ৯টার দিকে মিঠুন ও তার বন্ধুরা ওই পন্টুনে বসে গল্প করার সময় হঠাৎ মিঠুন নদীতে পড়ে যায়। তারপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি