ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ভ্রাম্যমান আদালাতের কার্যক্রম জোরালো করার আহ্বান জানিয়েছে বাপা

প্রকাশিত : ১৫:০৫, ৯ জুন ২০১৬ | আপডেট: ১৫:০৫, ৯ জুন ২০১৬

Ekushey Television Ltd.

পবিত্র রমজানে ভোক্তাদের জন্য নিরাপদ, হালাল ইফতার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালাতের কার্যক্রম আরো জোরালো করার আহ্বান জানিয়ে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন বাপা। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, এখনো রাজধানীর বাজারগুলোতে প্রকাশ্যেই ভেজাল খাদ্য ও বিষাক্ত ফলমূল বিক্রি করা হচ্ছে। এছাড়া অনেক হোটেলে মৃত পশু-পাখির মাংস হালাল পদ্ধতিতে জবাই না করেও বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। এছাড়া মুখরোচক ভাজা ইফতারি নিরাপদ করতে অতিরিক্ত পোড়া তেল পরীক্ষার করার পরামর্শ দেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি