ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আবারো নাকচ

প্রকাশিত : ১৫:২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেছেন, জাতীয় নির্বাচন সময়মতোই হবে। মধ্যবর্তী নির্বাচনের কোনো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পর এ বিষয়ে অবহিত করতে  বাংলাদেশ স্থায়ী মিশনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাধারণ অধিবেশনে যোগদান সফল হয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গেও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শেখ হাসিনা। মধ্যবর্তী নির্বাচনের দাবি অযৌক্তিক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মধ্যবর্তী নির্বাচন দেয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। নির্বাচনের সঙ্গে আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলের কোন সম্পর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপি জামায়াতের কর্মকান্ডের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। সংসদে বর্তমান বিরোধী দল যথাযথভাবে দায়িত্ব পালন করছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি