ঢাকা, শনিবার   ০৩ জুন ২০২৩

মধ্যবিত্তের নাগাল ছাড়াচ্ছে নিত্যপণ্যের বাজার

সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৮, ২৬ মে ২০২৩ | আপডেট: ১৩:২৯, ২৬ মে ২০২৩

ঝাঁঝ বেড়েছে আদা, রসুনের। বাজারে দেশি আদা পাওয়া গেলেও নেই চায়না আদা। পেঁয়াজের দরও আটকে আছে ৮০ টাকায়। সব ধরনের সবজির দামও উর্ধমূখি। মুরগির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমলেও বেড়েছে ডিমের দাম। 

রাজধানীর বুয়েট বাজার। কয়েক দোকানে ঘুরেও মেলেনি চায়না আদা। অতিরিক্ত দাম বাড়ায় চায়না আদা রাখছেন না দোকানিরা। দেশী আদার কেজি ৩শ’ ছুয়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে রসুনের দাম কেজিতে ২০টাকা বেড়েছে।  

পেঁয়াজ আমদানির ঘোষণার পরও দাম কমার কোনো লক্ষণ নেই। প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর কেজিও ৪০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে বেশ কিছু পণ্যের। 

ভরা মৌসুমে সব ধরনের সবজির দামও উর্ধ্বমুখী। ৭০-৮০ টাকার নিচে মিলছে না কোনোটিই। 

সাগরে ইলিশ ধরা বন্ধ। তারপরও যা পাওয়া যাচ্ছে সেগুলোর দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এছাড়া সব ধরনে মাছের দামও উর্ধমূখি।  

মধুমাস জ্যৈষ্ঠের বাজারে উঠেছে আম-লিচুসহ দেশি ফল। তবে, দাম চড়া।  

বেশিরভাগ নিত্যপণ্যের বাড়তি দরে ক্রেতার হিমশিম অবস্থা। 

তবে এ সপ্তাহে সব ধরনের মুরগির দাম কমেছে। ব্রয়লার মুরগি কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ২শ ১০ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩শ ২০ থেকে ৩০ টাকায়।  গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি আটশ’ টাকায়। KSRM

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৩ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি