ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে দেওয়া হলো যুবককে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ১৮ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৭, ১৮ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মাথায় বন্দুক ঠেকিয়ে এক যুবককে বিয়েতে বাধ্য করার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের বৈশালি জেলায়। বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার দুর্গাশরণ। বাড়ি ফেরার পথে তার মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যায় একদল যুবক। এরপরই তাকে মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে বিয়ে দেওয়া হয় কামেশ্বর সিংয়ের কন্যার সঙ্গে।

ঘটনার দিন রাতেই বিহারের বৈশালি জেলায় কামেশ্বর সিংয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অরবিন্দ রাইয়ের মেয়ে প্রীতির সঙ্গে দুর্গাশরণের জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওই যুবকের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে মেয়ের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় মেয়ের বাবাসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অবশ্য পাত্রী প্রীতি পুলিশকে জানিয়েছেন, গত এক বছর ধরে দুর্গাশরণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য প্রচুর যৌতুক দাবি করেছিল দুর্গাশরণ। কিন্তু মেয়ের বাড়ির যৌতুক দেয়ার ক্ষমতা না থাকায় সম্পর্ক থেকে সরে আসে দুর্গাশরণ। এই কারণেই এমন ঘটনা ঘটে বলে দাবি তার।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি